jschs
আপডেটঃ

নোটিশ বোর্ড

আমাদের সর্ম্পৃকে

সুশিক্ষায় শিক্ষিত মানুষ দেশ ও জাতির বড় সম্পদ। জ্ঞান-বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সংমিশ্রণ ঘটলে মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারে। বাংলাদেশের ত্রিমুখী শিক্ষা-ব্যবস্থার মধ্যে আলিয়া ধারাই একমাত্র ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এতে বৈষয়িক দক্ষতা অর্জনের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটিসহ সকল বিষয়ের পাশাপাশি ইসলামি জ্ঞানে পারদর্শী হওয়ার জন্য কুরআন, হাদিস, আরবি, আকাইদ ও ফিক্হ এর মতো নৈতিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ শেখানো হয়। ফলে এখানে লেখাপড়া করে আল্লামা ইউসুফ কারযাভী, জাস্টিস তাক্বী উসমানী, ডা. জাকির নায়েক, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ কিংবা উস্তাদ নোমান আলী খাঁন হওয়ার সুযোগ যেমন রয়েছে তেমনি আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ারও সমান সুযোগ বিদ্যমান। নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিক যোগ্যতাসম্পন্ন বুদ্ধিবৃত্তিক, চারিত্রিক, নৈতিক ও আদর্শিক নেতৃত্বের গুণাবলি সম্পন্ন করে গড়ে তুলতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা।

উদ্দেশ্য ও লক্ষ্য:
প্রচলিত ও ইসলামি শিক্ষার সমন্বয়ে মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সৎ, যোগ্য, ঈমানদার, চরিত্রবান, চৌকস, দেশপ্রেমিক ও আধুনিক যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আদর্শ নাগরিক তৈরির মাধ্যমে দেশ ও জাতির সেবা করে ইহকালীন সমৃদ্ধি ও পরকালীন কল্যাণ লাভ করা আমাদের উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য হাসিলের
মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ তথা পরকালীন চূড়ান্ত সফলতা অর্জনই আমাদের...

তাপস রায়

জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষক

গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকূল পরিবেশ
শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ।

স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই ইংরেজী নববর্ষ 2023 এর আন্তরিক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন।

সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়, খুলনা, দক্ষিণ বঙ্গের এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে ১৯৪০ সাল থেকে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলেছে। যার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ দেশের সেনাপ্রধান, নাসার বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ পরিচালনার রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, আইনজিবি, লেখক, দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অন্যতম ব্যক্তি হিসেবে তাদের দ্বায়িত্ব পালন করে চলেছেন। বিদ্যালয়ের প্রতি প্রাক্তন ছাত্রদের রয়েছে অদম্য ভালোবাসা। তাদের এই ভালবাসার টানে সবাই সংঘটিত হয়ে পালন করেছে 75 বছরপূর্তি প্লাটিনাম জুবিলী। করোনাকালীন সময় দুঃখী, অসহায়, অসুস্থ মানুষের পাশে থেকেছে। বিদ্যালয়ের বিভিন্ন দিবস উদ্‌যাপনে শিক্ষকদের পাশাপাশি থেকে কাজ করে চলেছে। আসছে আগামী 6 জানুয়ারি প্রাক্তন ছাত্ররা পালন করতে চলেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান উপস্থিত থাকবেন। বিদ্যালয়ের গৌরবগাথা সফলতার ধারাবাহিকতায় 2022 সালের এসএসসি পরীক্ষার্থী ফাহিম মাহমুদ রাদ যশোর শিক্ষা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে।

স্নেহের শিক্ষার্থীবৃন্দ,
আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার কোনো সুযোগ নেই। পরিবর্তিত কারিকুলাম ও সিলেবাসের ভিত্তিতে সঠিক পদ্ধতিতে পাঠ গ্রহণের ও অনুশীলনের জন্য বিদ্যালয়ের কোন বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষকগণ একদিকে যেমন সুশিক্ষিত অপরদিকে পরিবর্তিত কারিকুলাম ও নতুন শিখন পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রাপ্ত। কাজেই কোনো বিকল্প না ভেবে নিয়মিত বিদ্যালয়ে এসে প্রশিক্ষিত শিক্ষকদের সান্নিধ্যে পাঠ গ্রহণ করে নিজেদেরকে ভবিষ্যতের জন্য যথার্থরূপে তৈরি করা সম্ভব। এ পর্যন্ত বিদ্যালয়ের যত শিক্ষার্থী উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে তারা প্রত্যেকেই নিয়মিত ছাত্র ছিল। মনে রাখবে শিক্ষা কোন করুণা নয়, শিক্ষা তোমাদের অধিকার। কাজেই পাঠের কোন বিষয়ে দুর্বোধ্য মনে হলে শিক্ষকগণকে প্রশ্ন করে জেনে নেবে। এ ব্যাপারে আমার শিক্ষকগণ খুবই আন্তরিক।

সম্মানিত অভিভাবকগণ,
আপনাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে সুন্দর ও কাঙ্ক্ষিত রূপে রুপায়ন করার মানসে আমাদের কাছে অর্পণ করে থাকেন। আর আমরা শিক্ষকগণ আমাদের মেধা, মনন ও আন্তরিকতার সাথে আপনার সম্পদটিকে কাঙ্খিত রূপে রূঁপায়নের চেষ্টা করি। আপনার সন্তান হয়তো বা একজন বা দুজন। আর আমাদের কাজ করতে হয় বিভিন্ন পরিবার ও বিভিন্ন পরিবেশ হতে আগত বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিয়ে। এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা ভিন্ন এই কর্মযজ্ঞে সফলতা আনায়ন করা খুবই কষ্টসাধ্য। একজন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় রাত-দিন 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে এবং বাকি সময় আপনাদের সাহচর্যে থাকে। কাজেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের নিয়ম-কানুন এর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সম্পন্ন করে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন। এছাড়া আপনার সন্তান নিয়মিত স্কুল প্রদত্ত বাড়ির কাজ করে কি-না, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে কি-না খেয়াল রাখবেন। বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন।

প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ,
সর্বপ্রথম বিগত বছরের বিদ্যালয়ের সকল সফলতার জন্য আপনাদের অবদান কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আপনারা প্রতিবছর আপনাদের মেধা,মনন,দক্ষতা,অভিজ্ঞতা ও আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের গঠন করে থাকেন। প্রতিবছর শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন পরিবর্ধন আসে। এসকল পরিবর্তন পরিবর্ধন আপনারা সাদরে গ্রহণ করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানে নিবেদিত থাকেন। এবারও সরকার প্রদত্ত নতুন শিক্ষা নীতি ও কারিকুলাম এর উপর আপনারা ইতোমধ্যে দুইবার প্রশিক্ষণ পেয়েছেন। আশা করি আগামী দিনগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফল ভাবে অতিবাহিত করবেন।

পরিশেষে নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষ আপনাদের সকলের জীবনকে সমৃদ্ধময় করে তুলুক এই শুভকামনা রইল সবার প্রতি।

তাপস রায়
প্রধান শিক্ষক
জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়
মোবাইল: 01623081041
ই-মেইল: ক

 

আরও পড়ুন

মোঃ সফিউর রহমান

জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়

সহঃ প্রধান শিক্ষক

মহান অশেষ মেহেরবাণীতে ঢাকার রাজধানী মতিঝিলের অতি সন্নিকটে এক ঝাঁক তরুণ মেধাবী, উদ্যমী, সমাজ সেবক, কারিকুলাম বিশেষজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সাল থেকে সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে ‘ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা”। দেশব্যাপী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সেখানে আমরা এর সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের উদ্দেশ্য এমন কিছু ব্যক্তি তৈরি করা। খারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের মাদরাসায় পড়ে ডা. জাকির নায়েক, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ হওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি রয়েছে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ারও সমান সুযোগ। সন্তানকে শিক্ষার পাশাপাশি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠান অনন্য। সন্তানকে বৈষয়িক সম্পদ দেয়ার চেয়ে সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলার গুরুত্ব অনেক বেশি। সুতরাং, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে তার পেছনে বিনিয়োগ করা জরুরি।

সুধী, ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে দুর্বার গতিতে তার লক্ষ্যে ছুটে চলছে। দীর্ঘ এক যুগে এ প্রতিষ্ঠানের সফলতার ঝুড়ি বেশ ভারি। বিগত বছরগুলোতে প্রায় ১০০% জিপিএ-৫ এর পাশাপাশি শুধু ২০২৩ সালে “দ্যা স্কলার্স ফোরাম” থেকে ৪ জন এবং “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন” ৩৭ জন মোট ৪১ জন বৃত্তি পেয়েছে। শিক্ষার গুণগত মান রক্ষায় আমরা আপোষহীন। আমাদের মাদরাসায় ১০০ ভাগ ছাত্র-ছাত্রীকে নুরানী প্রশিক্ষণের আওতায় আনার কারণে প্রায় সবাই সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে। মিজান, মুনশাঈব, মিয়াতে আমেল ও নাহর স্পেশাল ক্লাসের কারণে ছাত্র-ছাত্রীরা সহজে তাহকীক ও তারকীব করতে পারে; যা আমাদের অনন্য অর্জন। আরবি ও ইংরেজি ভাষ্য শিক্ষার জন্য বিশেষ ক্লাস পরিচালিত হয়; যা ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ করে গড়ে তুলছে। হাতের লেখার প্রতি বিশেষ যত্মশীল হওয়ায় অধিকাংশ ছাত্র-ছাত্রীর হাতের লেখা স্পষ্ট ও সুন্দর। ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক ক্লাশ পরিচালিত হয়। কুরআন, হাদিস, মাসনুন দু’আ মুখস্ত করণ ও আমল আখলাকের প্রশিক্ষণ দেয়া হয়; যা ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।

বর্তমান সময়ের আকাশ সংস্কৃতির মরণ ছোবল থেকে ফিরিয়ে রেখে সন্তানকে আদর্শবান, দেশপ্রেমিক ও খাঁটি ঈমানদার হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষা অনন্য। দেশ ও জাতি গড়ার এই মহান প্রত্যয়ে আপনারাও আমাদের সহযোগী হবেন এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা কবুল করুন। আমিন।
মা’আসসালাম

মোঃ সফিউর রহমান
সহঃ প্রধান শিক্ষক
জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়

আরও পড়ুন
Courses

No courses found.

Reviews

Excellent Team with Creative Mindset

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ornare eu odio pretium sed amet, pulvinar nunc fringilla lectus. Adipiscing gravida rhoncus nunc, massa id. Et vestibulum scelerisque morbi porttitor sapien. Feugiat faucibus gravida sed adipiscing odio. Condimentum purus varius non Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ornare eu odio pretium sed amet, pulvinar nunc fringilla lectus. Adipiscing gravida rhoncus nunc, massa id. Et vestibulum scelerisque morbi porttitor sapien. Feugiat faucibus gravida sed adipiscing odio. Condimentum purus varius non

সাম্প্রতিক খবর
Video Gallery

প্রধান শিক্ষক

তাপস রায়

জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়

বিস্তারিত

সহঃ প্রধান শিক্ষক

মোঃ সফিউর রহমান

জয়নন্দ সিডিউল্ড কাস্ট  উচ্চ বিদ্যালয়

বিস্তারিত